অতনু সরকার

এই পৃথিবীর বিরাট ঘরে আমি ঘর হারা
খোলা আকাশ মাথার উপর চন্দ্র সূর্য তারা।
আশা নিয়েই স্বপ্ন নিয়ে বেধেছিলাম ঘর,
স্বপ্ন দিয়ে সাজানো ছিল আমার সংসার।
তুলসী তলায় প্রদীপ জ্বলে সন্ধ্যা হলে পরে,
সেথায় দাঁড়িয়ে মা আমার সন্ধ্যা বরণ করে।
পেয়ারা গাছে পেয়ারা আর আম গাছে আম
নারকেল গাছে ডাব আর গাছে ভরা জাম।
শিখা আমার ছোট্ট মেয়ে খিলখিলিয়ে হাসে
চারিদিকে আলোয় ভরা তার সুবাসে
হঠাৎ সেথায় নেমে এলো চৈত্ররাতের ঝড়,
স্বপ্ন ভরা সংসার মোর হল তোলপাড়।
বিজয় কেতন উড়িয়ে এল দুঃস্বপ্নের রাত
এমনই আমার পোড়া কপাল বলবো কি আর তাই
মুঠো মুঠো শোনাও তখন হয়ে গেল চাই।
মাকড়সার জালে জড়িয়ে গেছে আমার জীবন খানা
টাকা ছাড়া জীবন বৃথাই ষোল আনা।
তারপর হারালো সব হারালাম ঘর
নিজের ঘরে আমি নিজেই হলাম পর।
স্বপ্নগুলো অন্ধকারই কখনো গেছে হারিয়ে
পাশ থেকেই বন্ধুর দল কখন গেছে পালিয়ে।
আজও আমার ছোট্ট খুকু খিলখিলিয়ে হাসে
আজও আমার কালো ধ্বনিত হয় তার মধুর ভাসে।
মাঝখান থেকে হারিয়ে গেছে জীবনের সব রস,
অর্থহীন সংসার আজ শুধুই নিরস।
তবু পথে পথে ঘুরে আমি স্বপ্ন ভিক্ষা করি,
গৃহহীন আমি আমার গৃহ খুজে মরি।।
0 মন্তব্যসমূহ