পশ্চিমবঙ্গ আন্তঃজেলা সিনিয়র ফুটবল প্রতিযোগিতা শুরু হতে চলেছে 15 ই জুলাই থেকে চুঁচুড়া ময়দানে। 2018-2019 আন্তঃজেলা ফুটবলের আসর বসবে এবার চুঁচুড়ায়।সিনিয়র পর্যায়ের এই টুর্নামেন্টটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে থাকে। জেলার নামিদামি বিভিন্ন খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এই টুর্নামেন্ট কে কেন্দ্র করে ইতিমধ্যেই চুঁচুড়া শহর সেজে উঠেছে। চুঁচুড়ার সেন্ট্রাল গ্রাউন্ড এবং গ্রাউন্ড দুটিকে সুন্দরভাবে পরিচর্যার মাধ্যমে খেলার উপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে। আগামী সোমবার 15 ই জুলাই আন্ত জেলা সিনিয়র ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন হবে। বিগত দিনে বহু খেলোয়াড় এই টুর্নামেন্ট এর ভিতর দিয়ে নিজেদের সুনাম অর্জন করেছে এবং পরবর্তীকালে তারা বড় ক্লাবেও খেলার সুযোগ পেয়েছে। এবার হুগলী-চুঁচুড়া আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তার জন্য চুঁচুড়ার দুটি মাঠ কে সুন্দর ভাবে তৈরি করা হয়েছে। 15 জুলাই শুরু হয়ে 27 শে জুলাই এই খেলার অন্তিম পর্বের খেলা শেষ হবে।27 শে জুলাই প্রধান অতিথি হিসেবে আসার কথা ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন বাংলার দাদা সৌরভ গাঙ্গুলী। এছাড়া উপস্থিত থাকবেন এ আই এফ এর নবনিযুক্ত সচিব সহ অন্যান্য প্রাক্তন খেলোয়াড় এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। 31 শে জুলাই থেকে কলকাতা লিগের প্রথম ডিভিশন এবং প্রিমিয়ার ডিভিশন এর খেলা গুলি চুলাতেই অনুষ্ঠিত হতে থাকবে আপনারা যারা ফুটবল খেলা দেখতে ভালোবাসেন তারা যারা নিয়মিত মাঠে যান তারা নিশ্চয়ই 31 শে জুলাই এর পর থেকে ও কলকাতা সিনিয়র ডিভিশন এর খেলা গুলি এখানে দেখতে পাবেন। ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্ট ফেডারেশনের সভাপতি, হুগলি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং প্রাক্তন জাতীয় ফুটবলার তনুময় বোস এর নেতৃত্বে হুগলি ফুটবলের যে উন্নয়নের ধারা এগিয়ে চলেছে তার সাক্ষী হতে চলেছে আগামী দিন। তনুময় বোসের ঐকান্তিক প্রচেষ্টায় চুঁচুড়া স্টেশন গ্রাউন্ড এবং চুঁচুড়া সেন্ট্রাল গ্রাউন্ড দুটি পরিচর্যা সুন্দর ভাবে হচ্ছে মাঠ দুটিকে সুন্দরভাবে ঘেরা দেওয়া হয়েছে। এক সময় এই দুটি মাঠে গরু মোষ চরে বেড়াতো মাঠের মাঝখানে পড়ে থাকত ইট আর মদের বোতলের ভাঙ্গা অংশ সেই জায়গা থেকে আজকের এই সুন্দর মাঠ নতুন ভাবে সেজে উঠেছে। তৈরি হয়েছে হুগলি গ্রাসরুট প্রোগ্রাম। সারা ভারতবর্ষের একমাত্র জেলা হিসেবে আই লিগে অংশগ্রহণ করে হুগলি জেলা।জেলার ফুটবলের মান উন্নয়নের জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। এসবের পিছনে রয়েছে প্রাক্তন জাতীয় খেলোয়াড় তনুময় বোসের ঐকান্তিক প্রচেষ্টা এবং পরিশ্রম। তারই নেতৃত্বে আগামী 15 জুলাই থেকে চুঁচুড়া ময়দানে অনুষ্ঠিত হবে সিনিয়র ডিস্ট্রিক আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা। 15 জুলাই সোমবার দুপুর তিনটে খেলাটি অনুষ্ঠিত হবে এরপর 27 শে জুলাই পর্যন্ত এই খেলা চলবে।

0 মন্তব্যসমূহ