Header Ads Widget

প্রতিক্ষা ( ৪ কবিতা)


অতনু সরকার

প্রেম হীন জীবন।


প্রেম হীন জীবন, জল হীন নদী

কি আছে দাম তার।

প্রেমের নিগড়ে বাধা আছে

নতুন জীবনের পত্তন।

তবু সে প্রেম কভু ভাঙ্গে,

কভু গড়ে কত নর নারীর জীবন।

যে প্রেম অংকুরে বিনষ্ট হয়

তার জন্য বেশি দুঃখ হয় না।

যে প্রেম অন্তরের সাথে অন্তরের হয়

মৃত্যুর পরও সে প্রেম ভোলা যায় না।

মনের খাতায় লেখা হয়ে যায়

সেই প্রেমের কবিতা।

থেকে যায় সারা জীবনে

মরমি মনের নিভৃত কোনে।


নারীর মন


সবুজ পাতা , রঙিন ফুল

অথবা সবুজ ঘাস

নদীর বুকে খেলা করা করা

চাতক-চাতকি অথবা রাজহাঁস।

যেদিকে তাকাই সব কিছু চেনা।

সবকিছু চেনা যায়

চেনা যায় না শুধু নারী

সবকিছু বোঝা যায় কিন্তু

নারীর মন বোঝা বড় ভারী।

সে কখন কি করে নিজেই শুধু জানে

কি জানি কি আছে ওই নারীর মনে।

এই দেখ হাসি খুশি এই চোখে জল,

এই বুঝি ভালোবাসে, এই বুঝি ছাড়ে।

কি জানি কি আছে ওই নারীর মনে।



আকাশের তারা

যত দূরে রয়


আকাশের তারা যত দূরে রয়,

তার প্রতি মোহ তত বেড়ে যায়।

গোস্পদে তার পড়িছে ছায়া,

তবুও তাকে যায়নি ছোঁয়া।

যত কাছে যাই তত হারাই

অধরা সে থেকে যায় সারা জীবন।

দুরের মায়া ছেড়ে, তাকাই কাছে,

কাছে যারে পাই, কাছে টেনে নিয়ে

তাকেই করি জীবনে-মরনে আপন।

ভালোবাসায় ভরাতে চাই জীবন

তখন ই আবার দূরে চলে যায়

দুরের তারাদের মতন।

তাই কাছে যারে পাই,কাছে টেনে নিয়ে

মনের বাধনে বাধি তারে মনের তারে।


প্রতিক্ষা

দিন দিবাকর গেছে  অস্তাচলে

গোধূলির ধূলা উড়িছে চারিধারে। 

সন্ধ্যা ঘনিয়েছে তাই 

এসেছি তোমার দ্বারে।

সন্ধ্যার চাঁদের তুমি উপমা

তোমার দিকে বাড়াই 

হাত ওগো প্রিয়তমা।।

এসো প্রিয়তমা সন্ধ্যার

আধারে একসাথে হাটি  পথ

দীর্ঘ পথ চলার করি শপথ।

আজি এ সন্ধ্যায় চাঁদের সাথে

হাটি পথ এক সাথে।

আসবে জ্যোস্না ভরা রাত

নিয়ে জীবনের আখাঙ্খা।

এসো প্রিয়তমা সেই

মিলন রাতের করি প্রতিক্ষা।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ