অতনু সরকার।।
বট গাছের মিষ্টি ছায়ায়
তোমার সাথে প্রথম পরিচয়।
বসন্তের কোকিল দেখেছিল বটের মাথায়,
বউ কথা কও ডেকেছিল বাসায়।
সেদিন থেকে তুমি আর আমি
হেটে চলেছি একসাথে,
তোমার হৃদয় বেঁধেছি আমার
মনের হৃদয়ের সাথে।
সেই সবুজ শাড়িতে আজও আমার চোখে ভাসে,
আঁচলের উপর সেথায় মিষ্টি রোদ হাসে।
তোমার তখন কিশোরী বেলা
আমি তখন সদ্য যৌবনে ডানা মেলা।
প্রেমের জোয়ারে ভেসেছি দুজনে,
প্রেম সাগরের মাঝে,
মাঝ নদীতে আজও তোমার আমার
প্রেমের নৌকা বাঁধা আছে।
আজ সকাল হয় তোমার কথা ভেবে ভেবে
সন্ধ্যা নেমে আসে তোমার আঁচল তলে,
আজ রাতে তোমার জন্য রাত জাগি
তোমার কাছে উড়ে যায় স্বপ্নের ডানা মেলে।

0 মন্তব্যসমূহ