শীতের দুপুর
কনকনে উত্তুরে ঠান্ডা বাতাস
নীল আকাশ জুড়ে শুধু নীরবতা।
দুপুরের রোদে পিঠ পেতে
নরম রোদ্দুর গায়ে মেখে
মনে পড়ে এক ফেলে আসা দুপুর।
সে অনেককাল আগের কথা,
তখন রমরমা হয়নি মোবাইলের
তখনো হাতের মুঠোয় আসেনি জগত।
বারান্দায় বসে গল্পের বই হাতে
কেটে যেত একটার পর
একটা শীতের দুপুর।
কত গল্প, কবিতা, উপন্যাস
পড়া হয়ে যেত অলস দুপুর গুলোতে।
আর এখন মোবাইলের
মধ্যে বন্দী আমরা
ভুলে গেছি সেই সব শীতের দুপুর
ভুলে গেছি গোপন চিঠির
নির্ভেজাল আনন্দের উৎকণ্ঠা।
আজ শুধু মুঠোর মধ্যে ধরা জগত
আর ডিজিটাল জীবনের
নিঃসঙ্গতাকে ভুলে থাকার
কৃত্রিম প্রচেষ্টা আর
ডিজিটাল সুখ খোঁজার
একরাশ বৃথা চেষ্টা।
আমি তো বলেছি সেই শীতের দুপুর হারিয়ে গেছে মা ঠাকুমাদের ও
ওরা এখন বোকা বাক্সে বন্দী।
হায়রে জীবন, জীবনের কাছে
পরাজিত হয় নতুন জীবন।

0 মন্তব্যসমূহ