Header Ads Widget

টেলিপ্যাথি


অতনু সরকার ।।



সবুজ অরণ্যে হারিয়ে গিয়েছিল আমার মন
সেই অরণ্য  ছিলে তুমি।
আমার প্রথম যৌবন যখন হতাশার সাগরে
হারিয়ে যেতে বসেছিল, ঠিক সেই সময়
অনাবিল সন্ধ্যার অন্ধকারে তোমাকে দেখলাম।
যে দেখা অন্তরের অনুভূতিকে জাগ্রত করেছিল।
ভালোবেসেছিলাম  আমি তোমার কৃষ্ণকায়া শরীর,
তোমার ম্‌ আর তোমাকে।
কিন্তু কোন এক কালবৈশাখীর তীব্র ঝড়ে
তুমি আর আমি  আজ বিচ্ছিন্ন দুটি দ্বীপের বাসিন্দা।
তবু মনে মনে যতবার তোমাকে দেখতে চেয়েছি,
ততবার তোমাকে দেখতে পেয়েছি আমার সম্মুখে।
তোমাকে দেখেছি সেই চঞ্চল কিশোরীর
মতো হেঁটে যেতে, তোমাকে দেখেছি রাজহংসীর
মত গলা বাড়িয়ে আড়ালে আমার দিকে তাকাতে।
তুমি কোথায় থাকো কত দূরে থাকো আমি জানিনা,
কিন্তু মনের কোন এক অদৃশ্য আহবানে
তুমি বারবার ফিরে এসেছো,
হয়তো তুমিও আমাকে দেখতে চেয়েছে সেই মুহূর্তে।
হয়তো তুমি এখনো দেখতে চাও আমকে।
অদৃশ্য সেই টেলিপ্যাথি তোমাকে এনে দেয় আমার কাছে।
যে উৎসবে তুমি প্রতিবার বাড়ি আসতে
এবার এলেনা, কারন আমার মন তোমাকে দেখতে চাইনি,
অথচ এখন বারবার তোমার কথাই মনে পড়ছে।
মনে পড়ছে তোমার হরিণ কালো চোখ্‌আর কৃষ্ণকায়া শরীর।
মনে পড়ছে সুদূর অতীতের ছোট্ট কয়েকটি স্মৃতি।
তোমাকে আসতে হবে, কারন আমার মন তোমাকে
দেখতে চাইছে ।আমি জানি তুমিও  আমাকে
দেখার জন্য উদগ্রিব।
কালের কবলে হারিয়ে গেছি তুমি আর আমি
তাই টেলিপ্যাথি তোমাকে টেনে আনে আমার কাছে।
টেলিপ্যাথি আমি বিশ্বাস আমি।
আমি জানি তুমি আসবে তোমাকে আসতে হবে।
যখন আমার জীবনের যন্ত্রণাকাতর মুহূর্তগুলো
বুকের মধ্যে ঝড় তুলে দেয়।
তখন তোমার কথাই মনে পড়ে।
মনে হয় সংসার জীবনের সমস্ত কিছু ভুলে
আবার ফিরে যাই সেই দিনগুলোতে।
জানি আমরা দুজন বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা,
তাই যা চাই তা হয় না হবেও না।
কিন্তু এটা জানি আমার মন যতবার তোমাকে
দেখতে চেয়েছে  ততবার তুমি ছুটে এসেছে।
মনের সেই অদৃশ্য আহ্বান জানিনা কিভাবে
তোমার কানে পৌছায়, হয়তো এর নাম ভালোবাসা।
আমার জীবনের প্রথম প্রেম তুমি,
টাই আমার হৃদয় কখনো ভুলে যেতে পারিনি,
ভুলে যেতে পারিনি আমার মন।
আমি জানি তুমি আসবে তোমাকে আসতে হবে,
এটা গভীর উপলব্ধি আর অনুভূতির ভেতর থেকে
তোমাকে ডেকেছি বারবার।
তাই তোমাকে আসতে হবে, আমি জানি
তুমি অদৃশ্য ডাকে সাড়া দিয়ে এখানে আসবে।
তারপর হয়তো কোন একদিন
এক সন্ধ্যায় সেই প্রথম দিনের মতো
তুমি আর আমি মুখোমুখি।
যত অভিমান যত রাগ ধুয়ে মুছে একাকার ।
তোমার গলার স্নিগ্ধতা  আর একবার
আমার কানে ঢেলে দেবে মধুর বর্ষণ।
তুমি আর আমি মুখোমুখি কোন এক
সন্ধ্যাকালীন নির্জন রাতে ………………।
সাক্ষী থাকবে শুধু এক ফালি বাঁকা চাঁদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ